Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

UISC উদ্যোক্তাদের সফল হওয়ার কৌশল
আমরা যে পেশাই নিয়োজিত থাকিনা কেন, আমরা চাই সেখানে আমরা সফল হই, পেশার প্রসার ঘটুক এবং সমৃদ্ধিশালী হউক। কিন্তু  কিকি উপায়ে তা বাস্তবায়ন করা সম্ভব তা জানি না। UISCউদ্যোক্তা হিসেবে সফল হতে হলে কিছু বিষয় বিবেচনায় নিয়ে আব্যশিকভাবে পালন করা বাঞ্চনীয়। ঠিক তেমনী কিছু কিছু বিষয় পরিহার করতে হবে।
 
ক)  কিছু বিষয়ে মনোযোগী হওয়া :
        ১) কম্পিউটারের এ-জেড সম্পর্কে বিভিন্ন বিষয় জানুন। বিশেষ করে কম্পিউটারের হার্ডওয়্যার, ইউন্ডোজ অপারেটিং সিস্টেম, এমএস অফিস, ফটো এডিটিং সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে হবে। অনলাইনে আয় করার এবং অনলাইন সেবার উপর জোর দিতে হবে। কম্পিউটারের ছোট ছোট ট্রাবল শুটিংগুলো যেন আপনার নিজেই সমাধান করতে পারেন।
        ২) ই-যোগাযোগ সম্পর্কে ভাল ধারণা রাখতে হবে। ই-মেইল খোলা, ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য খোজে বের করার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। তাছাড়া বিভিন্ন সামাজিক সাইটে একাউন্ট খোলা ও সামাজিক সাইটে বিভিন্ন বিষয়ে লেখ এবং ব্লগে কম্পিউটারের বিষয় শেয়ার করায় পারদর্শী হতে হবে।
        ৩) সামাজিক যোগাযোগ বৃদ্ধি করতে। সমাজের সকল স্তরের নাগরিকের সাথে ভাল ব্যবহার করা এবং সকল প্রকার ঝামেলা ছাড়া নাগরিকদের চাহিদা মোতাবেক ই-সেবা প্রদান করতে হবে।
        ৪) UISCগুলোর কার্যক্রম সম্পর্কে ব্যাপক প্রচারের জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইতোমধ্যে ‘UISCকার্যক্রমের ব্যাপক প্রচার’শিরোনামে UISCগুলোর ব্যাপক প্রচার সম্পর্কে বিগত ০১ মে, ২০১৩ তারিখে একটি এর্টিকেল পোষ্ট করা হয়েছে। এর্টিকেলটি আর্কাইভ থেকে দেখা যাতে পারে।
        ৫) অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি), উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (আইসিটি), সহকারী প্রোগ্রামার এবং জেলা ই-সেবার সংগে সার্বক্ষনিক যোগাযোগ বজায় রাখার চেষ্টা করুন।
        ৬)  ইউনিয়ন চেয়ারম্যান ও সচিব এর সাথে সবসময় সদ্ভাব বজায় রাখুন। স্বপ্রণোদিত হয়ে তাদের প্রতি সহযোগী মনোভাব পোষণ করবেন। আপনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেন। স্থানীয় প্রশাসন যেন আপনার প্রতি সবসময় সহযোগী মনোভাব পোষন করে।
        ৭) ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে নিয়মিত উপস্থিত থাকার চেষ্টা করবেন। কোন সেবা প্রার্থী যেন কেন্দ্রে এসে আপনাকে না পেয়ে ফেরৎ না যায়। আপনার কোন অসুবিধা থাকলে বা ব্যক্তিগত কোন কাজ থাকলে বিকল্প উদ্যোক্তাকে UISCতে রেখে যান। এতে আপনার প্রতি স্থানীয় জনগণের আস্থা বাড়বে।
        ৮) ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রটি সুন্দরভাবে ও পরিপাটি করে সাজিয়ে রাখুন। কম্পিউটারসহ অন্যান্য যন্ত্র সামগ্রীর যত্ন নিন। কেউ সহযোগিতা করলে তার প্রশংসা করুন।
 
খ)  পরিহারযোগ্য বিষয়গুলো :
        ১) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও ইউপি সচিব এর সাথে সব সময় স্বদভাব বজায় রাখতে হবে। তাদের সাথে যে কোন পরিস্থিতি বিরোধে জড়ানো থেকে বিরত থাকতে হবে।
        ২) নিজের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সকল প্রকার ক্ষমতা প্রদর্শন করা থেকে বিরত থাকতে হবে। একটি কথা সবসময় মনে রাখবেন যে, Customer is the master of a Business man.
        ৩) সেবা গ্রহীতার সাথে অনাবশ্যক তর্ক করা থেকে বিরত থাকতে হবে। এমন কোন কাজ করবেন না, যা পাশ্ববর্তী ইউআইএসসি উদ্যোক্তার জন্য বিরক্তিকর পরিবেশ সৃষ্টি করে।
        ৪) সকল প্রকার আলোস্য পরিহার করতে হবে।
 

 

 যে কোন কাজে সফল হওয়ার জন্য কিছু কাজ পরিহার করতে হয়, ঠিক তেমনী কিছু বিষয় আবশ্যিকভাবে পালন করতে হয়। UISCএর উদ্যোক্তা হিসেবে উপরোক্ত বিষয়গুলোর প্রতি সজাগ দৃষ্টি দিলে সফল হওয়া সম্ভব।