-: এক নজরে ৩নং ফুলবাড়ী ইউনিয়নের গুরুত্ব পূর্ণ তথ্যাবলি:-
১। ইউপি ভবনের বিবরনঃ কমপ্লেক্স ভবন ১টি এবং পুরাতন আধাপাকা ইউপি ভবন ১টি ।
২। ইউপি অফিসের কক্ষ সংখ্যাঃ ১২টি (পুরাতন ক্ষক সংখ্যা- ০৭টি)
৩। নির্মানের তারিখ :- নতুন- ০২-০২-২০১১ইং
৪। নির্মান ব্যায় :-১৬, ৮৯, ১০০/-
৫। ইউনিয়নের আয়তন :- ১৩.৯৬ বর্গ কি.মি
৬। আর্ন্তজাতিক সীমানা :- ৩ কি.মি
৭। জমির পরিমাণ :- মৌজা- চন্দ্রখানা, খতিয়ান ৭৬৬, ৭৬৩, দাগনং- ৪৫৬-.৩৬ শতক,
দাগ নং- ৪৫৭- .২০ শতক, দাগ নং- ৪৫৫- .২৯ শতকের মধ্যে .১৯ শতক
মোট= ০.৭৫ একর
৮। শিক্ষার হার : ৬৩%।
৯। জেলা ও উপজেলা থেকে যোগাযোগ ব্যবস্থাঃ বাস, নৌকা, রিকসা, সাইকেল, অটোরিকসা ই্ত্যাদি।
Ø জেলা শহর হতে দূরত্ব : ৪৮ কিঃ মি।
Ø উপজেলা শহর হতে ; ২০০ মিটার।
১০। বিভিন্ন পেশাজীবির বিবরণঃ
Ø দারিদ্র সীমার নিচে বসবাস করে : প্রায় ৩৮%
Ø কৃষি মজুর : ৫০%
Ø কুমার : প্রায় ৫০/৬০ ঘর
Ø কমার : ১%
Ø জেলে : ৫%
Ø কুটির শিল্প : ১%
Ø শ্রমিক : ৩৯%
Ø অন্যান্য : ৬%
১১। মোট খানার সংখ্যা : ৭২৪৩ জন
১২। মোট লোক সংখ্যা : ৩১, ৩৮৩ জন/২০০৯
১৩। ভোটার সংখ্যাঃ : ( পুরুষ- ৯,৮৭৫, নারী- ১০, ৫৪৭ জন) মোট- ২০, ৪২২ জন।
১৪। মৌজার সংখ্যা- : ০৯টি
১৫। গ্রাম/পাড়া : ২৩ টি।
১৬। ওয়ার্ড ; ৯টি
১৭। মসজিদ : ৬৩টি
১৮। মন্দির : ১৮টি
১৯ খাস মহল : ৪টি
২০। নলকূপ : ৪২৯৮টি গভীর নলকূপ- ৬টি, অগভির- ৭৬২টি, তারাপাম্প- ২টি, সরকারী ভাবে- ৮৫টি
ইউপি-৭৭ টি, ব্যক্তিগত- ৪১৩৬টি
২১। জমির পরিমান : ৬৮৯১.৯১ একর।
এক ফসলী-১৯৫০.২৫ একর , দু”ফসলী- ৪২১৬.৮২ একর ,
তিনফসলী জমি- ১৫৪৩.২৮ একর, অনাবাদি জমি- ১০.৮০ একর
পতিত জমি- ২.৭৮ একর, খাস জমি- ১০.২৩ একর, জলমহাল- ৫০.৬৯ একর
রাস্তা- ১০৮.০৬ একর ।
২২। ফুলবাড়ী থানা ; ১টি
২৩। তহশিল অফিস : ১টি
২৪। বিএস কোয়ার্টার ০৩টি
২৫। সরকারী খাদ্য গুদাম : ২টি
২৬। প্রেস ক্লাব : ১টি
২৭। প্রতিবন্ধী অফিস : ২টি
২৯। আবাসন : ১টি
৩০। ছিটমহল : ১টি
৩১। পাবলিক লাইব্রারিী : ১টি
৩২। ইউনিয়ন ফেডারেশন অফিস : ১টি
৩৩। মুক্তিযোদ্ধা সংসদ : ১টি
৩৪। সিনেমা হল : ১টি
৩৫। সকারী হাসপাতাল : ১টি
৩৬। কমিউনিটি ক্লিনিক : ০৪টি
৩৭। এতিমখানা : ২টি
৩৮। সীমান্ত ফারি : ১টি (গংগারহাট বিজিবি ক্যাম্প)
৪০। হ্যালিপ্যাড : ১টি
৪১। নদী : ১টি (নীলকমল)
৪২। সরকারী হাট : ১টি (বেসরকারী হাটবাজার- ৬টি)
৪৩। সরকারী কবর স্থান : ১টি
৪৪। শ্মশানঘাট : ১টি
৪৫। ছ;মিল করাত : ৯টি
৪৬। রাইস মিল : ১৪ টি
৪৭। ব্রীজ কালভাট : ৩৬ টি বড় ১০৮টি ছোট
৪৮। পাকা রাস্তা : ২৪ কি.মি
৪৯। কাচা রাস্তা : ৮৫ কি.মিৱ
৫০। এইট বি বি রাস্তা : ২ কি.মি
৫১। ওয়াবদা বাধ : ২ কি.মি
৫২। কলেজের সংখ্যা : ২টি
৫৩। উচ্চ মাধ্যমিক বিদ্যালয় : ০৬টি
৫৪। মাধ্যমিক বিদ্যালয় : ০২টি
৫৫। মাদরাসা : ৪টি
৫৬। প্রাথমিক বিদ্যালয় : (৯টি সকারী) ( ১৬ টি বেসরকারী)
৫৭। স্বল্প ব্যায়ি প্রথামিক বিদ্যালয় : ০৩টি
৫৮। কিন্ডারগার্টেন স্কুল : ৬টি
৫৯। ইউনিয়নে মুক্তিযোদ্ধা : ১৩৪ জন (ভাতাভোগী- ১১১)
৬০। বয়স্কভাতা ভোগী : ৫৭৫ জন
৬১। বিধবা ভাতা ভোগী : ২৪২ জন
৬২। প্রতিবন্ধী ভাতাভোগী : ৬৪ জন
৬৩। প্রতিবন্ধী শিক্ষা ভাতাভোগী : ১৯ জন
৬৪। মাতৃত্বকালীন ভাতাভোগী : ২৮ জন
৬৫। ভিজিডি কার্ডধারী : ৫২০ জন
৬৬। নির্বাচনের তারিখ : ১৪/০৬/২০১১ খ্রী:
৬৭। শপথ গ্রহণের তারিখ : ২৫/০৮/২০১১ খ্রী:
৬৮। প্রথম সভার তারিখ : ২৫/০৮/২০১১খ্রী:
৬৯। সেক্রেটারী : ১জন
৭০। গ্রাম পুলিশ : দফাদার- ১জন, মহল্লাদার ৮ জন
৭১। পরিবার পরিকল্পনাকারী সক্ষম দম্পির সংখ্যা : ৬৯৭৫ জন ১নং ওয়ার্ড পূর্ব- ২১৬৬ জন,
২নং ওয়ার্ড পুর্ব ৩০২৩জন, ৩নংওয়ার্ড ১৭৮৬ জন
৭২। পরিবার পরিকল্পনাকারী স্থায়ী পরিকল্পকারীর সংখ্যা : ১১৮২ জন, ১নং ওয়ার্ড পূর্ব- ৪৭৭ জন,
২নং ওয়ার্ড পুর্ব ৩৮৮জন, ৩নংওয়ার্ড ৩১৭ জন
৭৩। স্বাস্থ্য সম্মত পায়খানার সংখ্যা সংখ্যা : ৪৫৮৪ জন (১০০%), ১নং ওয়ার্ড পূর্ব- ১২৮১ জন,
২নং ওয়ার্ড পুর্ব ১৩৭৯জন, ৩নংওয়ার্ড ১৯২৪ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস