ফুলবাড়ী ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে বিভিন্ন সেবার ন্যায় অন লাইনে জমির পর্চা প্রদান করছে।
আবেদন করার জন্য যা যা প্রয়োজন:
১. আবেদন কারীকে প্রথমে অত্র ইউনিয়নে ভুমি অফিস থেকে যে খতিয়ন নিতে ইচ্ছুক তা সংগ্রহ করতে হবে।
২. আবেদন কারীকে ওই ইউনিয়নের বাসিন্দা/জমি থাকতে হবে।
৩. প্রার্থী যে মৌজার নকল নিতে ইচ্ছুক সেই মৌজার খতিয়ন নং
৪. প্রার্থী যে মৌজার নকল নিতে ইচ্ছুক সেই মৌজার জে এল নং
৫. প্রার্থী মোবাইল নং ইত্যাদি।
ফিসের পরিমাণ:
১. জরুরী= ৭০/-
২. সাধারণ =৬০/-
প্রাপ্তীর সময় সীমা :
প্রাপ্তীর সময় সীমা হলো তার মোবাইলে জানতে পারবে যে কত দিনের মধ্যে পাওয়া যাবে।
ধন্যবাদান্তে-
নবীউল ইসলাম
ফুলবাড়ী,কুড়িগ্রাম
মোবা: ০১৭২৬৮২৫৭৮৬
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস