Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ফুলবাড়ী ইউনিয়ন পরিষদে সপ্তাহে বৃহস্পতিবার গ্রাম আদালত শুনানী হয় ।
বিস্তারিত

 

২০০৬ সনের ১৯নং আইন-

দেশের প্রতিটি ইউনিয়নের এখতিয়ারাধীন  এলাকায়কতিপয়  বিরোধ ও বিবাদের সহজ ও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম আদালতগঠনকল্পে প্রনীত আইনঃ

 

১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন এবং প্রয়োগ :

(ক) এই আইন গ্রাম আদালত আইন, ২০০৬ নামে অভিহিত হইবে।

(খ) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

(গ)  ইহা কেবলমাত্র ইউনিয়নের এখতিয়ারভূক্ত  এলাকায় প্রযোজ্য হইবে।

 

২। সংজ্ঞা বিষয় বা প্রসংগের  পরিপন্থী কোন কিছু না থাকিলে এই আইনে -

(ক) ‘‘আমলযোগ্য অপরাধ’’ অর্থ ফৌজদারী কার্যবিধিতে সংজ্ঞায়িত Cognizable Offence;

(খ) ‘‘ ইউনিয়ন’’ অর্থ The  Local Government (Union Parishads) Ordinance, 1983

       (Ordinance no .  LI of 1983) এরsection 2 এরclause (26) এ সংজ্ঞায়িত ইউনিয়ন:

(গ) ‘‘ইউনিয়ন পরিষদ’’ অর্থ The Local Government (Union Parishads) Ordinance,

      1983(Ordinance no . LI of 1983) এরsection 2 এরclause (27) এ সংজ্ঞায়িত

ইউনিয়ন পরিষদ:

(ঘ) ‘‘ এখতিয়ার সম্পন্ন সহকারী জজ’’ অর্থ যে সহকারী জজের এখতিয়ার ভূক্ত সীমানার মধ্যে

সংশ্লিষ্ট ইউনিয়নটি অবস্থিত সেই সহকারী জজ এবং যেক্ষেত্রে অনুরূপ এখতিয়ার সম্পন্ন

একাধিক সহকারী জজ রহিয়াছেন সেই ক্ষেত্রে অনুরূপ কনিষ্ঠতম সহকারী জজ।

(ঙ) ‘‘গ্রাম আদালত’’ অর্থ ধারা ৫ এর অধীন গঠিত গ্রাম আদালত;

(চ) ‘‘চেয়ারম্যান’’ অর্থ গ্রাম আদালতের চেয়ারম্যান;

(ছ) ‘‘তফসিল’’ অর্থ এই আইনের তফসিল;

(জ) ‘‘দন্ডবিধি’’  অর্থ Penal Code,1860 (Act XLV of 1860);

(ঝ) ‘‘দেওয়ানী কার্যবিধি’’ অর্থ Code of Civil procedure,1908 (Act V of 1908);

(ঞ) ‘‘নির্ধারিত’’ অর্থ বিধি দ্বারা  নির্ধারিত;

(ট) ‘‘পক্ষ’’ অর্থে এমন কোন ব্যক্তিঅন্তভূক্ত হইবে, যাহার উপস্থিতি কোন বিবাদের সঠিক মীমাংসার  জন্যপ্রয়োজনীয়  বলিয়া বিবেচিত হয়, এবং  গ্রাম আদালত যাহাকে অনুরূপ  বিবাদেরএকটি পক্ষ হিসাবে সংযুক্ত করে;

(ঠ) ‘‘ফৌজদারী কাযবিধি’’ অর্থ Code of Criminal procedure, 1898 (Act V of 1898);

(ড) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রনীত বিধি;

(ঢ) ‘‘সিদ্ধান্ত’’  অর্থ গ্রাম  আদালতের কোন সিদ্ধান্ত।

 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
28/12/2018
আর্কাইভ তারিখ
29/12/2018